(ক্যেসিনো)
লাল পানিতে লাল ব্রোথেল ফেরত মাতাল
টাকার খেলা ক্যেসিনো
মোম তেল টিউব লাইট ঘরটা ধোয়ায় টাইট
টাকার খেলা ক্যেসিনো
টেক্কার এবার ব্যেইল নাই জুয়ার উপর খেইল নাই
টাকার খেলা ক্যেসিনো
যায় যায় সময় যায় সূর্য এবার উঠে যায়
টাকার খেলা ক্যেসিনো
সাহেব এখন মাঠে নাই বিবির উপর গোলাম তাই
দাম দিয়ে এই লজ্জা কেনো
থাকলে বিবি পাশে এসো অবসরে একটু বসো
আলতো হাতে তারে ভালোবাসো
ক্যেসিনো ………ক্যেসিনো…………… (২)
আবাল বৃদ্ধা বনিতায় গাধার সাথে নারী যায়
টাকার খেলা ক্যেসিনো
আবাল বৃদ্ধা বনিতায় গাধার সাথে চিন্তা যায়
টাকার খেলা ক্যেসিনো
ক্যেসিনো ………ক্যেসিনো…………… (২) ।।